Wednesday, June 13, 2012

মানব কল্যানে মেডিসিনাল কেমিস্ট্রি বা ঔষধ রসায়ন


মানব কল্যানে ঔষধ রসায়নের গুরুত্ব অপরিসীম সাধারনত মানব রোগের চিকিৎসা দুই ধরনের যথা : সার্জিক্যাল (Surgical) ও মেডিক্যাল (Medical) সার্জিক্যাল পদ্ধতি সময়সাপেক্ষ, কষ্টসাধ্য ও ব্যয়বহুল বলে অল্পসংখ্যক ধনী লোক বা উন্নত দেশসমূহের লোকদের জন্য উপযোগী অন্যদিকে, মেডিক্যাল চিকিৎসা ড্রাগ বা ঔষধ দ্রব্যের উপর নির্ভরশীল বলে অল্প সময়ে অপেক্ষাকৃত কম খরচে সম্ভব এ চিকিৎসা ধনী-গরীব, উন্নত-অনুন্নত বিশ্বের সবার জন্য প্রযোজ্য জনস্বাস্থের জন্য উপকারী কোন ড্রাগ আবিষ্কৃত হলে তা সমগ্র মানবজাতির জন্য মঙ্ঙ্গল বয়ে আনে

 
  আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক আবিষ্কৃত পেনিসিলিন সংক্রামক রোগ-জীবাণুর হাত থেকে অগনিত মানুষের জীবন বাঁচিয়েছে পেনিসিলিন আবিষ্কার পূর্বকালীন সময়ে ব্যাকটেরিয়া সংক্রমিত মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ (Meningitis) ছিল মৃত্যুর পরোয়ানা মাত্র নীরব ঘাতক রূপে উচ্চ রক্তচাপ হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ (heart attack) অথবা স্ট্রোক (stroke) সৃষ্টি করে ড্রাগ ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রনে রাখা সম্ভব
সামান্য পরিমান ড্রাগ অনুর প্রয়োগ ছোট শিশু থেকে শুরু করে শতবর্ষের বৃদ্ধের মারাত্মক রোগের তীব্র যন্ত্রনা লাঘব করে এ্যজমার কারনে শ্বাস নিতে না পারা শিশুর মুখে হাসি ফোটায় শুধুমাত্র ১০০ মাইক্রোগ্রাম সালবিউটামল সালফেট ইনহেলেশনের মাধ্যমে মাত্র ২ মিলিগ্রাম লোরাজেপাম (lorazepam) নামক ড্রাগ শিরায় প্রয়োগ করে দেহের কাটা-ক্ষত বা শল্য চিকিৎসা নিয়ন্ত্রনে রাখা যায় বুকে তীব্র যন্ত্রনায় কাতর বৃদ্ধকে মাত্র ৮-১০ মিলিগ্রাম মরফিন ড্রাগ দেয়া হলে যন্ত্রনা লাঘব হয় এসব আলোচনা থেকে বলা যায় যে ঔষধ দ্রব্য বা ড্রাগ হলো আশ্চর্যজনক অনু
এ পর্যন্ত অসংখ্য ঔষধ দ্রব্য বা ড্রাগ আবিষ্কৃত হয়েছে আরও নতুন নতুন ঔষধ দ্রব্য আবিষ্কারের জন্য মেডিসিনাল রসায়নবিদগন নিরলস চেষ্টা অব্যহত রেখেছেন একটি নতুন সফল ড্রাগের সঠিক ও পরিকল্পিত প্রয়োগ লক্ষ কোটি বিশ্ববাসীর রোগ নিরাময়ে অবদান রাখে এভাবেই রসায়নের গুরুত্বপূর্ন এ শাখা তথা মেডিসিনাল কেমিস্ট্রি মানব কল্যানে ভূমিকা পালন করে
[সূত্রঃ মেডিসিনাল কেমিস্ট্রি, পৃষ্ঠা নং-১৭]


No comments:

Post a Comment

Wednesday, June 13, 2012

মানব কল্যানে মেডিসিনাল কেমিস্ট্রি বা ঔষধ রসায়ন


মানব কল্যানে ঔষধ রসায়নের গুরুত্ব অপরিসীম সাধারনত মানব রোগের চিকিৎসা দুই ধরনের যথা : সার্জিক্যাল (Surgical) ও মেডিক্যাল (Medical) সার্জিক্যাল পদ্ধতি সময়সাপেক্ষ, কষ্টসাধ্য ও ব্যয়বহুল বলে অল্পসংখ্যক ধনী লোক বা উন্নত দেশসমূহের লোকদের জন্য উপযোগী অন্যদিকে, মেডিক্যাল চিকিৎসা ড্রাগ বা ঔষধ দ্রব্যের উপর নির্ভরশীল বলে অল্প সময়ে অপেক্ষাকৃত কম খরচে সম্ভব এ চিকিৎসা ধনী-গরীব, উন্নত-অনুন্নত বিশ্বের সবার জন্য প্রযোজ্য জনস্বাস্থের জন্য উপকারী কোন ড্রাগ আবিষ্কৃত হলে তা সমগ্র মানবজাতির জন্য মঙ্ঙ্গল বয়ে আনে

 
  আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক আবিষ্কৃত পেনিসিলিন সংক্রামক রোগ-জীবাণুর হাত থেকে অগনিত মানুষের জীবন বাঁচিয়েছে পেনিসিলিন আবিষ্কার পূর্বকালীন সময়ে ব্যাকটেরিয়া সংক্রমিত মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ (Meningitis) ছিল মৃত্যুর পরোয়ানা মাত্র নীরব ঘাতক রূপে উচ্চ রক্তচাপ হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ (heart attack) অথবা স্ট্রোক (stroke) সৃষ্টি করে ড্রাগ ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রনে রাখা সম্ভব
সামান্য পরিমান ড্রাগ অনুর প্রয়োগ ছোট শিশু থেকে শুরু করে শতবর্ষের বৃদ্ধের মারাত্মক রোগের তীব্র যন্ত্রনা লাঘব করে এ্যজমার কারনে শ্বাস নিতে না পারা শিশুর মুখে হাসি ফোটায় শুধুমাত্র ১০০ মাইক্রোগ্রাম সালবিউটামল সালফেট ইনহেলেশনের মাধ্যমে মাত্র ২ মিলিগ্রাম লোরাজেপাম (lorazepam) নামক ড্রাগ শিরায় প্রয়োগ করে দেহের কাটা-ক্ষত বা শল্য চিকিৎসা নিয়ন্ত্রনে রাখা যায় বুকে তীব্র যন্ত্রনায় কাতর বৃদ্ধকে মাত্র ৮-১০ মিলিগ্রাম মরফিন ড্রাগ দেয়া হলে যন্ত্রনা লাঘব হয় এসব আলোচনা থেকে বলা যায় যে ঔষধ দ্রব্য বা ড্রাগ হলো আশ্চর্যজনক অনু
এ পর্যন্ত অসংখ্য ঔষধ দ্রব্য বা ড্রাগ আবিষ্কৃত হয়েছে আরও নতুন নতুন ঔষধ দ্রব্য আবিষ্কারের জন্য মেডিসিনাল রসায়নবিদগন নিরলস চেষ্টা অব্যহত রেখেছেন একটি নতুন সফল ড্রাগের সঠিক ও পরিকল্পিত প্রয়োগ লক্ষ কোটি বিশ্ববাসীর রোগ নিরাময়ে অবদান রাখে এভাবেই রসায়নের গুরুত্বপূর্ন এ শাখা তথা মেডিসিনাল কেমিস্ট্রি মানব কল্যানে ভূমিকা পালন করে
[সূত্রঃ মেডিসিনাল কেমিস্ট্রি, পৃষ্ঠা নং-১৭]


No comments:

Post a Comment