আমরা সবাই কমবেশি
বন্ধুদের মাঝে নিজেদের জ্ঞান জাহির করতে পছন্দ করি, তাই না (এর বাইরে কেউ থাকলে আওয়াজ
দিয়েন)। বন্ধুরাও কম যায় না, আমরা যেন তার কম্পিউটার থেকে কিছু নিতে না পারি এইজন্য
পাসওয়ার্ড দিয়া রাখে। আমরাও কম কিসে? তার এই আচরনের শোধ তুলবই, কম্পিউটার থেকে জিনিশ
তো নিবই, সাথে শিক্ষাও দিব । জাতে জিন্দেগিতেও আর পাসওয়ার্ড না দেয়।
দিব আমরা পাসওয়ার্ড
পরিবরতন করে। কিন্তু আমি তো চালাই এক্সপি,
অর ত সেভেন যার কিছুই বুঝি না। তাতে কি, আমি আছি না।
আমি দেখাব কিভাবে
সেভেন এ পাসওয়ার্ড না জেনেও পাসওয়ার্ড পরিবরতন করবেন। তবে হ্যা কম্পিউটার অবশ্যই খোলা
থাকতে হবে।
তা আসুন দেখি
কিভাবে করতে হয় এই ব্রিলিয়ান্ট কাজটি। মুলত দুইটি পদ্ধতিতে কাজটি করা যায়। নিচের নিয়ম
গুলা ফলো করেন, কাজ হয়া যাবে।