আমরা যারা জাভা
মোবাইল চালাই তাদের একটাই দুঃখ। আমরা চাইলেও ভাল কোন apps ইউজ করতে পারি না। কারন হলো,
জাভা মোবাইল গুলা সাধারনত কম দামের আর কম মেমরির হয়। ফলে ডেভেলপাররা apps তৈরি করতে
পারে না।
এইদিকে সিম্বিয়ান
ইউজাররা তো মহা আনন্দে নিজের মোবাইলটা সাজিয়ে নেয় নিজের মত করে। তারা ফন্ট থেকে শুরু
করে কলিং স্ক্রিন পরযন্ত পরিবরতন করে ফেলে। আমরা জাভা ইউজাররাও থিম ইউজ করে এই শখ কিছুটা
মেটাতে পারি। দুধের সাধ ঘোলে মেটানো আর কি।
তবে আমরা মোবাইলের ডিফল্ট যে ফোল্ডার আইকন আছে সেটা পরিবরতন করতে পারি না, পারি কি?
অবশ্যই পারি।
এটা সম্ভব। যারা জানেন না তারা দেখুন।
জাভা মোবাইলের ফোল্ডার আইকন পরিবরতনঃ
১. মোবাইলের মেমরি কারডে
একটি ফোল্ডার বানান যে কোন নাম দিয়ে।
যেমনঃ file
২. এবার শুধু নামের শেষে
.nth কথাটি জুড়ে দিন।
যেমনঃ file.nth
দেখুন তো নতুন
বানানো ফোল্ডার টি!
আচ্ছা process টা তো শিখালাম, আমাকে কেউ
বলতে পারবেন এরকম কেন হলো?
কমেন্টে আমাকে
জানান। দেখি আপনি আপনার প্রিয় মোবাইলটাকে কতোটুকু চিনেন।
আপনার মুল্যবান
সময় ব্যায় করে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
No comments:
Post a Comment