জাভা মোবাইলে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে থাকি। কিন্তু সেটি আপনার
ফোল্ডার টি মোবাইলে শো না করলেও আপনি যদি মেমরিকারডটি কম্পিউটারে প্রবেশ করান তাহলে
হাইড করা ফোল্ডারটি দেখা যাবে! এক্ষেত্রে আপনি কি করবেন?
আমি দেখাচ্ছি
যে কিভাবে একটি ফোল্ডার বানাবেন যা কম্পিউটারে খোলা যাবে না।
প্রথমে মোবাইলে যে কোন নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি
করুন। এবং নামের শেষে একটি ফুলস্টপ দিয়ে দিন। ব্যস, কাজ শেষ। এখন এই ফোল্ডারটি আর কম্পিউটারে
ওপেন করা যাবে না।
যেমনঃ myfile.
এবার এই myfile.
ফোল্ডারটিতে গোপনীয় ফাইলগুলো রাখুন।
তো এটা গেল কম্পিউটারের
থেকে বাঁচার উপায়। কিন্তু কম্পিউটারে খোলা
না গেলেও মোবাইলে দেখাও যাবে খোলাও যাবে। তাই আমাদের আরেকটু কাজ করতে হবে। দেখুন
কিভাবে করবেনঃ
১. পুনরায় মেমরিতে যে কোন নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। নামের পরে
শুধু .jad যোগ করুন।
যেমনঃ A.jad
২. এবার আমরা myfile. নামে যে ফোল্ডার তৈরী করেছিলাম সেটি A.jad
ফোল্ডার এর ভিতরে রাখুন। এবং
আবার একই নামে (উদাহারন দেখুন) আরেকটি ফোল্ডার বানাতে হবে শুধু নামের শেষে .jar যোগ
করুন।
যেমনঃ A.jar
এবার দেখুনতো
A.jad
নামে কোন ফোল্ডার মেমরি কার্ডে আছে কিনা।
ও হ্যাঁ, লুকানো
তো হলো। এগুলো বের করবেন কিভাবে? এটা আমি এখন বলবো না। কমেন্ট করে কেউ যদি জানত চান
তাহলে বলবো।
ইটিসি-জোন এর সাথেই থাকুন ।
No comments:
Post a Comment