Tuesday, January 29, 2013

Hide media files from your mobile media player



কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি মোবাইল টিপস শেয়ার করতে চাই । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি ।
আমরা অনেক সময় মোবাইলে ব্যক্তিগত ফাইল হাইড করে থাকি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ।কিন্তু সেসব ফাইল এর মধ্যে যদি কোন অডিও/ভিডিও ফাইল থাকে তবে সেগুলো মোবাইল এর মিডিয়া প্লেয়ারে ঠিকই পাওয়া যায় ।
তবে এখন থেকে আর পাওয়া যাবে না ।

আমি আপনাদের দেখাবো কিভাবে এসব মিডিয়া ফাইল গুলো মিডিয়া প্লেয়ার থেকে হাইড করতে হয় ।
১. প্রথমে আপনার মোবাইলের মেমোরি কার্ডে একটি ফোল্ডার তৈরি করুন এবং নাম দিনঃ @[0.1Tones]
২. তারপর এই ফোল্ডারে যে সব মিডিয়া ফাইল রাখবেন সেগুল আর আপনার মোবাইলের মিডিয়া প্লেয়ারে দেখা যাবে না ।

পোস্টটি যদি আপনাদের একটুও ভাল লাগে তবে কমেন্ট করে ধন্যবাদ দিতে ভুলবেন না ।

No comments:

Post a Comment

Tuesday, January 29, 2013

Hide media files from your mobile media player



কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি মোবাইল টিপস শেয়ার করতে চাই । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি ।
আমরা অনেক সময় মোবাইলে ব্যক্তিগত ফাইল হাইড করে থাকি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ।কিন্তু সেসব ফাইল এর মধ্যে যদি কোন অডিও/ভিডিও ফাইল থাকে তবে সেগুলো মোবাইল এর মিডিয়া প্লেয়ারে ঠিকই পাওয়া যায় ।
তবে এখন থেকে আর পাওয়া যাবে না ।

আমি আপনাদের দেখাবো কিভাবে এসব মিডিয়া ফাইল গুলো মিডিয়া প্লেয়ার থেকে হাইড করতে হয় ।
১. প্রথমে আপনার মোবাইলের মেমোরি কার্ডে একটি ফোল্ডার তৈরি করুন এবং নাম দিনঃ @[0.1Tones]
২. তারপর এই ফোল্ডারে যে সব মিডিয়া ফাইল রাখবেন সেগুল আর আপনার মোবাইলের মিডিয়া প্লেয়ারে দেখা যাবে না ।

পোস্টটি যদি আপনাদের একটুও ভাল লাগে তবে কমেন্ট করে ধন্যবাদ দিতে ভুলবেন না ।

No comments:

Post a Comment