আমরা সবাই কমবেশি
বন্ধুদের মাঝে নিজেদের জ্ঞান জাহির করতে পছন্দ করি, তাই না (এর বাইরে কেউ থাকলে আওয়াজ
দিয়েন)। বন্ধুরাও কম যায় না, আমরা যেন তার কম্পিউটার থেকে কিছু নিতে না পারি এইজন্য
পাসওয়ার্ড দিয়া রাখে। আমরাও কম কিসে? তার এই আচরনের শোধ তুলবই, কম্পিউটার থেকে জিনিশ
তো নিবই, সাথে শিক্ষাও দিব । জাতে জিন্দেগিতেও আর পাসওয়ার্ড না দেয়।
দিব আমরা পাসওয়ার্ড
পরিবরতন করে। কিন্তু আমি তো চালাই এক্সপি,
অর ত সেভেন যার কিছুই বুঝি না। তাতে কি, আমি আছি না।
আমি দেখাব কিভাবে
সেভেন এ পাসওয়ার্ড না জেনেও পাসওয়ার্ড পরিবরতন করবেন। তবে হ্যা কম্পিউটার অবশ্যই খোলা
থাকতে হবে।
তা আসুন দেখি
কিভাবে করতে হয় এই ব্রিলিয়ান্ট কাজটি। মুলত দুইটি পদ্ধতিতে কাজটি করা যায়। নিচের নিয়ম
গুলা ফলো করেন, কাজ হয়া যাবে।
প্রথম পদ্ধতিঃ
১. প্রথমে কন্ট্রোল
প্যানেলে যান। এখান থেকে administrative tools এ যান।
২. Computer
management তে ডবল ক্লিক করেন। নতুন এক্তা উইন্ডো অপেন হবে।
৩. এখন বাম পাশ
থেকে local users and groups সিলেক্ট করেন।
৪. এরপর ডান পাশে
লক্ষ্য করেন user এবং groups নামে দুইটা ফোল্ডার আসে। আপনি users এ ক্লিক করেন।
৫. তারপর এখান
থেকে বরতমান user account টি বাছাই করুন। right click করে set password সিলেক্ট করুন।
৬. তারপর
proceed button এ ক্লিক করুন।
৭. নতুন পাসওয়ার্ড
দিন।
৮. Ok করুন।
কাজ শেষ আপনার।
দ্বিতীয় পদ্ধতিঃ
১. Windows key
চাপুন।
২. Search
box এ cmd টাইপ করুন।
৩. Cmd এর উপর
right click করুন।
৪. এখন net
user<>আপনার নাম<>password লিখে enter চাপুন।
উপরের যে কোন
এক্টি ট্রিক কাজে লাগিয়ে আপনি আপনার বন্ধুকে অবাক করা ছারাও উপকারে লাগাতে পারেন। আজ এ পরযন্তই ।
ভালো লাগুক আর
মন্দ লাগুক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
No comments:
Post a Comment