আপনি জানেন কি,
আপনার পিসিতে ডাউনলোড স্পীড এমনিতেই ২০% কমানো আছে। ফলে স্বাভাবিক ভাবেই আপনার যেরকম
স্পীড পাওয়ার কথা, আপনি তার থেকে কম পাচ্ছেন। মাইক্রোসফট তার প্রোডাক্ট আপডেট করানোর
জন্য এই ২০% ব্যান্ডউইথ কমিয়ে রাখে।
আমি আজ আপনাদের
দেখাব যে কিভাবে আপনি এই ২০% ব্যান্ডউইথ ফিরে পাবেন। নিচের স্টেপ গুলা ফলো করেন, তাহলেই
হবে।
প্রক্রিয়াঃ
১. Windows
key+R চাপুন এবং লিখুন gpedit.msc ।
২. আগত
window এর বাম পাশে থেকে computer configuration এর
মধ্যে থেকে administrative templetes বাছাই করুন।
৩. ডান পাশ থেকে
network এর
উপর ডবল ক্লিক করুন।
৪. সেখান থেকে
QoS packet scheduler এর উপর ডবল ক্লিক করুন।
৫. Limit
reservable bandwidth এর উপর ডবল ক্লিক করুন।
৬. নতুন ডায়লগ
বক্সে enabled check box টি
চেক করে দিন এবং bandwidth limit (%) ঘরটিতে
0 লিখে apply এবং ok করে বেরিয়ে আসুন।
এবার উপভোগ করুন
সর্বোচ্চ গতি।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট
করতে ভুলবেন না যেন।
No comments:
Post a Comment